Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘‘সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) ঠিকাদার তালিকাভূক্তি/লাইসেন্স নবায়ন বিজ্ঞপ্তি’’
বিস্তারিত

এতাদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম সড়ক বিভাগ, চট্টগ্রাম কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি (LTM) প্রয়োগের মাধ্যমে প্রতিক্ষেত্রে ৫০.০০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত প্রাক্কলিত মূল্যের অভ্যন্তরীণ ক্রয়কার্য (NCT-Works) সম্পাদনের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ঠিকাদার তালিকাভূক্ত/নবায়ন করা হবে। সিপিটিউ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম নির্বাহী প্রকৌশলী, সওজ, চট্টগ্রাম সড়ক বিভাগীয় কার্যালয় অথবা উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ,  সড়ক উপ-বিভাগ, চট্টগ্রাম/সীতাকুন্ড/ফটিকছড়ি/১ম সারি কারখানা উপ-বিভাগ, চট্টগ্রাম এর কার্যালয় হতে অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। ১,০০০/- (এক হাজার) টাকার অফেরত যোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/ চালান নির্বাহী প্রকৌশলী,সওজ, চট্টগ্রাম সড়ক বিভাগ, চট্টগ্রাম এর অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের এর মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা পরিশোধ করতঃ আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারেবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিকভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী 30.08.2023খ্রি: বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে অত্র দপ্তরে জমা প্রদান করতে হবে। সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর বিধি ৬৩ অনুসরণযোগ্য এবং এ তালিকাভূক্তিকরণ দরপত্র আহ্বান/ কাজ প্রদানের নিশ্চয়তা প্রদান করে না।


উল্লেখ্য যে, ইতোপূর্বে অত্র দপ্তরের LTM তালিকাভূক্ত ঠিকাদারগণ ২০২৩-২০২৪ অর্থ বছরে লাইসেন্স নবায়ন ফি বাবদ টাকা-২,০০০/-(দুই হাজার টাকা) + ১৫% ভ্যাট বিনা জরিমানায় আগামী 30.08.2023খ্রি এর মধ্যে অত্র দপ্তরে জমা পূর্বক লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো। 

প্রকাশের তারিখ
02/07/2023
আর্কাইভ তারিখ
30/08/2023