Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ঘুর্ণিঝড় “মোখা” উপলক্ষ্যে চট্টগ্রাম সড়ক বিভাগের কন্ট্রোল রুম ও রোষ্টার ডিউটির অফিস আদেশ
বিস্তারিত

‘‘অফিস আদেশ’’

আসন্ন ঘূর্ণিঝড় ‘MOCHA’ পরবর্তী ক্ষয়ক্ষতি এবং পরবর্তী দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, সওজ কক্ষে কন্ট্রোল রুম খোলা হয়েছে (রুম নং-101)। কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্তরা জেলা প্রশাসন এর কন্ট্রোল রুম এবং ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রাপ্ত ত্যথাদি নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীগণ রুমের নম্বর এবং কন্ট্রোল রুমে ডিউটি রোষ্টার এতদসংগে সংযু্ক্ত করা হল। তাছাড়া উক্ত কন্ট্রোল রুম এবং ডিউটি রোষ্টার সার্বক্ষনিক মনিটরিং এর দায়িত্বে থাকবেন জনাব সেগুন প্রসাদ বড়ুয়া, সহকারী প্রকৌশলী, সওজ, চট্টগ্রাম সড়ক বিভাগ, চট্টগ্রাম মোবাইল নং-01715-265333/ 01313-0911101.

পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত ব্যক্তিগণ রোষ্টার অনুযায়ী চক্রাকারের কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করবেন। এখানে উল্লেখ্য যে, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সওজ, চট্টগ্রাম জোন, চট্টগ্রাম এর স্মারক নং-35.01.1528.011-99.0019.23-1120, তারিখঃ 11.05.202৩খ্রি: এর সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অত্র দপ্তরাধীন সকল কর্মকর্তা/কর্মচারীর 13.05.2023খ্রিঃ হতে 15.05.2023খ্রিঃ তারিখ ছুটি বাতিলসহ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এখানে উল্লেখ্য যে, গৃহীত ব্যবস্থাবলী নিম্নে উল্লেখ করা হলোঃ

১। প্রতিটি সড়ক উপ-বিভাগে মনিটরিং টীম গঠন করা হয়েছে (টীম নং-01 হতে 10 পর্যন্ত)। যাতে জরুরী মূহুর্তে উক্ত টীম-কে দ্রুত কাজে অংশগ্রহণে নিযুক্ত করা যায়। টীম প্রধান সার্বক্ষনিক অত্র সড়ক বিভাগাধীন কন্ট্রোল রুমের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করবেন।

২। প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জামাদি ও মালামাল দূর্যোগ মোকাবেলায় ব্যবহার নিশ্চিত করতে হবে।

৩। মজুদে থাকা বেইলী সেতু ও ইহার যন্ত্রাংশ ব্যবহার উপযোগী নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলীগণ কালুঘাট রেলব্রীজ সংলগ্ন ফেরী, পন্টুন, বেইলী ব্রীজ এর
      প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবেন।  

৫। সড়কে পতিত গাছ-পালা এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসেস এবং এবং উপকরণ এর অপসারণ নিশ্চিত করার লক্ষ্যে
     প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬। অত্র সড়ক বিভাগে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সংযুক্তঃ ডিউটি রোষ্টার।

প্রকাশের তারিখ
11/05/2023
আর্কাইভ তারিখ
30/06/2023